বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্কুল শিক্ষকের বৃক্ষ রোপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ব্যক্তিগত উদ্দ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলাম।   আজ (২২ আগস্ট) রোববার সকালে শহরের তারার মেলা স্কুল ও ফরিদপুর জিলা স্কুলের সামনে এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি পরিবেশ ভারসাম্য রক্ষায় ১ শত টি সুপারির চারা রোপন করেন।   এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শিক্ষক মো. নুরুল ইসলাম শহরের বিভিন্ন স্থানে ২ হাজার তালগাছ বীজ বোপন, ২ হাজার খেজুরগাছের বীজ, শতাধিক কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার গাছ রোপন করেছেন। এছাড়া প্রায় সারা বছরই তিনি সুযোগ পেলেই রাস্তার পাশে বিভিন্ন ফলজ ও ঔষুধি গাছ লাগিয়ে থাকেন।   এ বিষয়ে স্কুল শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, বৃক্ষের প্রতি ভালোবাসা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় পরিবেশ রক্ষা, বর্জ্রপাতে মৃত্যু রোধ, ক্ষয় ক্ষতি কমাতে ও শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে তিনি তালবীজ রোপন, খেজুরের বীজ বোপনসহ নানা ধরনের গাছ লাগিয়ে থাকেন।   নুরুল ইসলাম জানান, গাছ মানুষের অকৃত্রিম বন্ধু তাই আসুন আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাই।

আরও পড়ুন

বরিশাল সদরের সেই ইউএনওর বিরুদ্ধে ২ মামলার আবেদন

মাহফুজ আনাম ও তার স্ত্রীর সম্পদের উৎস জানতে চাই: অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস

সম্পত্তি নিয়ে বিরোধ, বোনের হাতে বোন খুন

যশোরের ঝিকরগাছা ব্রিজ নির্মাণের প্রতিবাদে মানবন্ধন

NEWS24.TV / কামরুল