রওশনের ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ওঠানামা করছে

ঢাকা সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার অক্সিজেন লেভেলের উন্নতি হয়েছে।

কিন্তু আগের মতো ওঠানামার মধ্যে আছে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ।

ফলে, তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

রওশন এরশাদের ছেলে ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাগিব আল মাহি সাদ এরশাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আম্মার অক্সিজেন লেভেল আগের চাইতে ভালো। কিন্তু ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ওঠানামার মধ্যে আছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই।

এর আগে শনিবার (১৪ আগস্ট) রাতে রওশন এরশাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

আরও পড়ুন: 

ননদ-ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাঙামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একদিনে করোনা শনাক্ত ৫৭১৭

news24bd.tv তৌহিদ