আজও বৃষ্টিপাতের আভাস

সপ্তাহ জুড়ে আরও টানা পাঁচ দিন বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আজ বৃষ্টিপাতের মাত্রা কমতে পারে। তবে পরের তিন দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।     আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আরও পড়ুন

সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত

চিকিৎসা সেবায় জড়িত নারীদের কর্মস্থলে ফিরতে বলল তালেবান

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ২১

এদিকে, আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫.৩৯ মিনিটে। এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যে ৬.২০ মিনিটে।

news24bd.tv রিমু