এবার কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা

এবার কাবুল বিমানবন্দরের কাছেই রকেট হামলা হয়েছে।  সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট ছুটে আসে, খবর সিএনএন সংবাদ মাধ্যমের।

হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারের একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয়।   

বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম অবশ্য রকেটগুলোকে ধ্বংস করতে পেরেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আপাতত হামলার নেপথ্যে আইএস খোরাসানের জঙ্গিরাই রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আমেরিকার সেনাবাহিনী।

আরও পড়ুন

যে দুইটি দোয়ায় মৃত্যু যন্ত্রণা হালকা হয়

অভিষেকে জয় নিয়ে মাঠ ছাড়লেন মেসি

প্রতারণা এড়াতে তালেবানদের জন্য তৈরি হচ্ছে সামরিক ইউনিফর্ম

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

২৪ ঘণ্টা আগেই কাবুল বিমানবন্দরে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করেছে আমেরিকার সেনাবাহিনী। বিমানবন্দরের হামলার জন্যই গাড়িটি সেখানে আনা হয়েছিল বলে আশঙ্কা করেছে আমেরিকার সেনা।

সোমবার সকালের হামলা সেই ঘটনারই প্রত্যাঘাত বলে ধারণা করা হচ্ছে।

news24bd.tv রিমু