আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধ। তবে ভারতে আটকা পড়া পাসপোর্ট যাত্রীরা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারবেন।

হিলি কাস্টমস সিঅ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ  জানান, জন্মাষ্টমী উপলক্ষে দুই দেশে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, সরকারি ছুটির দিনেও অন্য দিনের মতো যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। তবে আপাতত দুই দেশের মাঝে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। কিন্তু ভারতে আটকা পড়া যাত্রীরা দেশে ফেরত আসতে পারছে।

news24bd.tv তৌহিদ