তালেবানের সরকার গঠনে সময়ক্ষেপন, দুর্ভিক্ষের মুখে আফগানিস্তান

আগামী এক মাসের মধ্যে আফগানিস্তান খাদ্য সংকটের মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। প্রতি তিনজনের একজনকে না খেয়েও থাকতে হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। খবর আল জাজিরার।

প্রায় দুই সপ্তাহ আগে দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিলেও এখনো সরকার গঠন করতে পারেনি তালেবান। এছাড়া এই পরিস্থিতিতে দেশটিতে কোন বেসরকারি সংস্থার কর্মীরাও সাহায্য পৌঁছে দিতে পারছে না।  

বুধবার আফগানিস্তানে জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান কো-অরডিনেটর রমিজ আলাকবারভ বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তানের পরিস্থিতি তীব্র হুমকির মধ্যে রয়েছে। দেশটির অর্ধেকেরও বেশি শিশু পরের বেলা খাবার জুটবে কিনা এ ব্যাপারে নিশ্চিত নয়।

আল জাজিরার এক সূত্র জানায়, সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। দেশটিতে খাদ্যের দাম ৫০ শতাংশ ও জ্বালানির দাম বেড়েছে ৭৫ শতাংশ।

আরও পড়ুন:

যে দুইটি দোয়ায় মৃত্যু যন্ত্রণা হালকা হয়

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অনেক এগিয়েছে বাংলাদেশ

দেশে আসল ফাইজারের আরও ১০ লাখ টিকা

এবার আফগান ইস্যুতে যুক্তরাষ্ট্র সম্পর্কে যা বললেন পুতিন

আলাকবারভ আরও বলেন, তালেবানের ক্ষমতা দখলের পরই দেশটিতে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে গেছে। সরকারি অফিসগুলো বন্ধ রয়েছে এবং কর্মচারীরা বেতন পাচ্ছেন না।  

এদিকে তালেবানের নতুন সরকার গঠনে সময়ক্ষেপন তাদের আন্তর্জাতিক স্বীকৃতিকেও হুমকির মুখে ফেলেছে।  

সূত্র- আল জাজিরা

news24bd.tv/ নকিব