ইনজেকশন পুশের কথা বলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে পল্লী চিকিৎসক

লক্ষীপুরের রামগঞ্জে চিকিৎসা নিতে এসে পল্লী চিকিৎসকের হাতে প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর দায়ের করা মামলায় অভিযুক্ত পল্লী চিকিৎসক ফরিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদ হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে স্থানীয় লামচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফরিদ ফার্মেসীতে ধর্ষণের শিকার হন বলে জানান ওই নারী।

জানা যায়, লামচর গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে বিভিন্ন সময়ে পাশ্ববর্তী লামচর বাজারের ফরিদ ফার্মেসিতে আসা যাওয়া করতো। বৃহস্পতিবার সকালে ওই ফার্মেসীতে গেলে পল্লী চিকিৎসক ইনজেকশান দেওয়ার কথা বলে ফার্মেসীর ভিতরের একটি নির্জন কক্ষে নিয়ে যায় তাকে। এসময় জোর পূর্বক তাকে ধর্ষণ করে।

আরও পড়ুন

নয়াদিল্লির হাসপাতালে আইসিইউতে তোফায়েল আহমেদ

ময়মনসিংহে র‌্যাব-জঙ্গি গোলাগুলি, গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে যা জানালেন উপাচার্য

যুক্তরাষ্ট্রকে দেয়া রাশিয়ার পরামর্শ বিবেচনা করতে বলল চীন

এসময় ধর্ষিতা চিৎকার দেওয়ার চেষ্টা করলে ফরিদ তাকে মুখ চেপে ধরে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। তাৎক্ষনিক ওই নারী লোক-লজ্জার ভয়ে কাউকে কিছু না বলে বাড়িতে গিয়ে শ্বশুর-শ্বাশুড়িসহ পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের সিদ্ধান্তে একইদিন সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে পল্লী চিকিৎসক ফরিদকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

news24bd.tv এসএম