পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা বাগানে মাল্টা চাষ করে দৃষ্টান্ত স্থাপন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা বাগানে মাল্টা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষকরা। একই জমিতে চা ও মাল্টা বাগান করে বেশ লাভবানও হয়েছেন অনেকে।

এখানকার মাল্টার মান ভাল হওয়ায় পাইকাররাও কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়।  দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতে চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পর তৃতীয় বৃহত্তম চা–অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে পঞ্চগড়। আর বর্তমানে চা বাগানেই মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন এ অঞ্চলের কৃষকরা।

কৃষকরা জানান, চা বাগানে মালটা চাষ করলে খরচ কম হয়। চা বাগানে যে সার কিট নাশক ব্যবহার করা হয় তা দিয়েই মাল্টা উৎপাদন করা যায়। এতে উৎপাদন খরচ কম হয়। চা পাতা আর মাল্টা বিক্রি করে বেশ লাভ হয় তাদের।

আরও পড়ুন:

সপ্তাহে কতদিন ক্লাসের পরিকল্পনা সরকারের, জানালেন শিক্ষা উপমন্ত্রী

পাসপোর্ট অফিসে দালালদের নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা

১০ হাজার 'ভুয়া' মুক্তিযোদ্ধার সনদ বাতিল

নভেম্বর-ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়ার পক্ষে নন অনেকেই

সংশ্লিষ্টরা বলছেন, তেতুলিয়ার সমতল ভূমিতে চায়ের পাশাপাশি মালটা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এ অঞ্চলে মালটার চাষ বাড়াতে ক্ষুদ্র চা চাষিদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা।

news24bd.tv নাজিম