বিশেষ উপলক্ষে মমতার জন্য মদনের গান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্বাচনকে সামনে রেখে বেসরকারি সংস্থার উদ্যোগে একটি গান রেকর্ড করেছেন মদন মিত্র। গানের কথা ও সুর প্রীতম দে’র। আসন্ন উপ-নির্বাচনের কথা ভেবেই তা এখন তৈরি করা হয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।

গানের কথায় মদন এনেছেন মাতঙ্গিনী প্রসঙ্গও। এর আগে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী মহিলাদের স্মরণ করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-সহ একাধিক নারী যোদ্ধাকে সম্মান জানান তিনি।  

তবে মাতঙ্গিনী হাজরাকে বাংলার স্বাধীনতা যোদ্ধা হিসেবে পরিচয় দেওয়ার বদলে অসমের (Assam) বীরাঙ্গনা বলে দাবি করেন মোদি। এতেই সৃষ্টি হয় তীব্র বিতর্কের। সেই প্রসঙ্গেই গানের কথায় লেখা হয়েছে, “চিনি বা না চিনি, শি ইজ মাতঙ্গিনী। ”

আরও পড়ুন:

কোহলিকে নিয়ে নিজের গোপন তথ্য ফাঁস করলেন নায়িকা

টানা লোকসানে ভারতে ফোর্ডের কারখানা বন্ধের সিদ্ধান্ত

হিজাব ছাড়া নারীদের নিয়ে তালেবান কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য

পরীমণি অত্যন্ত মানবিক, তার ঋণ শোধ করা যাবে না: পরিচালক

এর আগে ১২ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছিল মদন মিত্রর মিউজিক ভিডিও ‘ওহ লাভলি’। একুশের ভোটের আগে সেই গান বেশ জনপ্রিয় হয়েছিল। কিছুদিন আগেই মদন মিত্রকে নিয়ে বায়োপিক তৈরি করার কথা জানান পরিচালক রাজা চন্দ।

news24bd.tv/ নকিব