ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশ সিন্ডিকেটের হাতে জিম্মি ক্রেতারা

ইলিশের ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশ সিন্ডিকেটের হাতে জিন্মি ক্রেতারা। দেশের বড় মৎস্য অবতরণ কেন্দ্র  চট্টগ্রামের ফিশারীঘাটে প্রতিদিন ধাপে ধাপে নানান সাইজের ইলিশের সরবরাহ বাড়লেও কমেনা দাম।  

সমুদ্রে পর্যাপ্ত ইলিশ আহরণ হলেও নানা অজুহাতে ইলিশের দাম বাড়িয়ে বিক্রি করায় হতাশ ক্রেতাদের পাশাপাশি মৎস্য কর্মকর্তারা। তবে বঙ্গোপসাগরে  জেলেদের জালে এখন থেকে লাক্ষা, কোরালসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ধরা পড়ায় বাজারে কমছে দাম।

 চট্টগ্রামের ফিশারীঘাট। দেশের সবচেয়ে বড় মৎস্য অবতরন কেন্দ্র। প্রতিদিন সকাল থেকেই বসে নানা রকম সামুদ্রিক মাছের মেলা। তবে এবার ভরা মৌসুমে  ফিশারীঘাটে বড়  সাইজের ইলিশের  সরবরাহ বাড়লেও বিভিন্ন সিন্ডিকেটের চালবাজির কারণে এক হাজার টাকা কেজির নিচে বিক্রি হচ্ছে না ইলিশ।

সমুদ্রে  ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও দাম নাগালে না আশায় বিস্মিত মৎস্য কর্মকর্তাও। তবে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে অন্যন্য সামুদ্রিক মাছও। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে এসব মাছের দাম।

আরও পড়ুন:

তালেবানরা মুক্তিযোদ্ধা: ডা. জাফরুল্লাহ

পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্ন: মেয়র আতিক

যে কারণে সরকারকে মোবারকবাদ জানালো হেফাজত

এবছর প্রচুর ইলিশ ধরা পড়লেও বাজারে দাম না কমায় হতাশ ক্রেতারা। কোন অসাধুচক্র মাছ মজুদ করছে কিনা বা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে কিনা নজরদারির দাবি ভোক্তাদের।

news24bd.tv নাজিম