রাঙামাটিতে সেনাবাহিনী-ইউপিডিএফ বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনী সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধায়নে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম জারুলছড়ি এলাকায় বাঘাইহাট জোনের সেনাবাহিনী অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের আস্তানায় অভিযান চালায় বাঘাইহাট জোনের সেনাবাহিনী।

এসময়  সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেনাবাহিনী তাদের পিছু নিলে সশস্ত্র সন্ত্রসীরা গুলি চালায় । পাল্টা জবাবে সেনা সদস্যরা গুলি চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময় হয়। এক পর্যায়ে সশস্ত্র সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের আস্তানা তল্লাশি চালিয়ে ২টা একে-৪৭, ২টা একে-৪৭ ম্যাগজিন, ১৩ রাউন্ড এ্যামুনিশন, ২টি মোবাইল ও ৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

news24bd.tv এসএম

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজারে বিজিবির ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারি নিহত

তরুণীর সঙ্গে আ.লীগের কাউন্সিলরের গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী