এতদিন পর ক্লাসে এসে সব নতুন নতুন লাগছে: দীঘি

আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও আনন্দ। চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও এ দিনে কলেজে গিয়েছিলেন।  

আজ বিকেলে গণমাধ্যমকে জানালেন, অনেকদিন পর সশরীরে ক্লাস করে অন্যরকম এক অনুভূতি হয়েছে তার। দীঘি বলেন, আজকে যখন ক্লাসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ঠিক করতে পারছিলাম না, কোনটা রেখে কোনটা করব। কি করব, কি করব না। এতদিন পর ক্লাসে এসে সব নতুন নতুন লাগছে।

তবে ভালো লাগছিল বেশ। সবাই স্বাস্থ্যবিধি মানছেন। নিয়ম মতো কলেজে ঢুকার আগে হাত ধুলাম। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলাম। আর আমরা একজন গ্যাপ রেখে ক্লাসে বসেছি। সব মিলিয়ে ভালো লাগছে এজন্য যে সেফটিও মানা হচ্ছে আবার ক্লাসও হচ্ছে।

উল্লেখ্য, স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দীঘি। মাঝে পড়াশোনার জন্য অভিনয় থেকে দূরে থাকলেও এখন নিয়মিত এ অঙ্গনে। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নায়িকার খাতাতে নাম লিখেয়েছেন। ইতোমধ্যে তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘তুমি আছো তুমি নেই’, অন্যটি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’।

আরও পড়ুন:

এবার প্রকাশ্যে নতুন স্বামীর জবাব দিলেন মাহী!

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

ফ্লাইওভার থেকে বাইক নিয়ে ৪০ ফুট নীচে পড়ে যুবকের মৃত্যু

রক্ত দিয়ে এরশাদকে লেখা প্রেমিকার চিঠি

NEWS24.TV / কেআই