ঝিনাইদহে মদসহ ৪ ভারতীয় আটক

ঝিনাইদহের মহেশপুরে মদসহ ৪ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪ বোতল ভারতীয় মদ, শাড়ি ও থ্রি পিস উদ্ধার করা হয়েছে।

কাল (২০ মে) রাতে মহেশপুরের কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কালীদাস মণ্ডলের ছেলে মিন্টু মণ্ডল (২৫), আনন্দ মণ্ডলের ছেলে অভিজিৎ মন্ডল (২৭), সুরেন্দ্রনাথ কর্মকারের ছেলে পরিমল কর্মকার (২৭) ও সোহরাব উদ্দিন মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (২৮)। তারা সবাই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার এড়োপোতা গ্রামের বাসিন্দা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক জানান, রোববার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামকস্থানে বাসে তল্লাশি চালিয়ে ৪ পাসপোর্টধারী ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। রুহুল/অরিন/নিউজ টোয়েন্টিফোর