সরকারি চাকরির সুযোগ, বেতন স্কেল ২২,০০০

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগ্রহী প্রার্থীকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।

১) পদের নাম: কালচারাল অফিসার    পদের সংখ্যা: ৭টি    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা    বয়স: সর্বোচ্চ ৩০ বছর    শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস হতে হবে।

 ২) পদের নাম: সেট ডিজাইনার    পদের সংখ্যা: ১টি    বেতন স্কেল: ২২, ০০০-৫৩, ০৬০ টাকা    বয়স: সর্বোচ্চ ৩০ বছর    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

২) পদের নাম: যন্ত্রশিল্পী    পদের সংখ্যা: ৪টি    বেতন স্কেল: ২২, ০০০-৫৩,০৬০ টাকা    বয়স: সর্বোচ্চ ২৭ বছর    শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

৩) পদের নাম: নৃত্যশিল্পী    পদের সংখ্যা: ২টি    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা    বয়স: সর্বোচ্চ ২১ বছর    শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

৪) পদের নাম: কণ্ঠশিল্পী    পদের সংখ্যা: ১টি    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা    বয়স: সর্বোচ্চ ৩০ বছর    শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

৫) পদের নাম: নৃত্যশিল্পী (জুনিয়র)     পদের সংখ্যা: ১টি     বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা     বয়স: সর্বোচ্চ ২০ বছর     শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

আরও পড়ুন: 

সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করবে ইরান-ইরাক

দ্বিতীয় বিয়ে করে সত্যিই 'সারপ্রাইজ' দিলেন মাহি

 

প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।  

আবেদনপত্র পাঠানোর ঠিকানা মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা।

news24bd.tv রিমু