ইসলামের গৌরবজনক সেই যুগের সবচেয়ে পুরোনো ভ্যাক্সিন সার্টিফিকেট

সম্ভবত এটাই এই পর্যন্ত পাওয়া পৃথিবীর সবচেয়ে পুরোনো ভ্যাক্সিন সার্টিফিকেট। ১৯০৮ সালে অটোমান সাম্রাজ্যের ইস্যু করা এই সার্টিফিকেটের সময়ে অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন আব্দুল হামিদ ২।   সেই সময়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলো মিজেলস আর বিউবনিক প্লেগ।

এই সার্টিফিকেটটা মোহম্মদ আগা নামের ইস্তাম্বুলের এগারো বছরের বালকের। এই বালকের বাবার নাম এবং পেশাও দেয়া আছে। তার বাবা ছিলো ট্রেন ড্রাইভার। ভ্যাক্সিন যিনি পুশ করেছেন সেই চিকিৎসা কর্মীরও নাম দেয়া আছে।

শতাধিক বছর আগে ইসলামের গৌরব জনক কালে এমন সিরিয়াস ভ্যাক্সিনেশন প্রোগ্রাম চললেও আজ যখন মুসলমান সম্প্রদায়ের একটা অংশ ইসলামের নামেই ভ্যাক্সিন বিরোধিতা করে তখন অবাক হতে হয়।

news24bd.tv এসএম

আরও পড়ুন

যাদের দলেই গণতন্ত্র নেই তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে: কাদের

ই-কমার্সের নামে হাজার কোটি টাকা লোপাট

দেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণ ২৫ হাজার টাকা

স্কুলের ক্লাস রুম থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার