ব্যাট ভাঙা ওভারেই ৪টি চার ও ১টি ছক্কা হাঁকালেন গেইল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে ছক্কা মারতে গিয়ে ব্যাট ভেঙে গেল ‘ইউনিভার্সাল বস’ খ্যাত ক্রিস গেইলের।

ক্রিকেট দুনিয়ার সব ফ্রাঞ্চাইজি লিগে আছে তার একাধিক রেকর্ড। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোই যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের।

ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিপিএল অনুষ্ঠিত হচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।

আরও পড়ুন: 

সরকারি আটায় রুটি তৈরি করা কারখানায় অভিযান চলছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া চলে গেলেন

ঘাস সংগ্রহ করতে নাগর নদী পার হচ্ছিল মৃত দুই নারী

নীলফামারীতে বিমান কোস্টার সার্ভিস উদ্বোধন

সিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করছিল গেইলের দল সেন্ট কিটস। ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন গায়ানার ওডি স্মিথ। ওভারের দ্বিতীয় বলটিতে গেইলের ব্যাট ভেঙ্গে দেন স্মিথ। ব্যাটের হাতল তার হাতে থাকলেও বাকি অংশ দূরে ছিটকে পরে যায়। বলটি ছিল ঘণ্টায় প্রায় ১৫৫ কিমি গতিবেগে করা।

গেইলের ব্যাট ভেঙে যাওয়ার পর চিরচেনা গেইল যেন ফিরে এলেন। তিনি জবাব দিয়েছেন ব্যাট হাতে সেই ওভারে ৪টি চার ও একটি ছয় হাঁকিয়েছেন।

Batting malFUNction for @henrygayle #GAWvSKNP #CPL21 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/kuPgIs7DuY

— CPL T20 (@CPL) September 14, 2021

news24bd.tv তৌহিদ