ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার লেকটাউনে। ফ্লাইওভারে বাইক রেখে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রণব কুণ্ডু নামের ৫৬ বছর বয়সী এক ব্যবসায়ী।

প্রণব লেকডাউনের বাসিন্দা। প্রণবের রিয়াল এস্টেটের ব্যবসায় অনেক দিন ব্যবসা খারাপ যাচ্ছিলো। বাড়িতেও তার আচরণে এর প্রভাব পড়ে।

রোববার ভোরে নিজের মোটরসাইকেলে চড়ে তিনি বাড়ি থেকে বের হন। সকাল সওয়া ৬টার দিকে মিলন মেলা গেটের সামনে মা ফ্লাইওভারের গড়িয়া র‍্যাম্পের ওপর বাইক রেখে সেখান থেকে তিনি ঝাঁপ দেন। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

তৃতীয় স্বামীর কাছ থেকে মুক্তি পেতে মামলা করলেন শ্রাবন্তী

কুড়িগ্রামে ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

অবশেষে ফুঁ দিয়ে আগুন ধরানো সেই সাধুবাবা গ্রেপ্তার

ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?

পরিবার সূত্রে ভারতীয় পত্রিকা আনন্দবাজার জানায়, ব্যবসায় মন্দা থাকার কারণে বেশ কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রণব। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। আর্থিক মন্দার জেরে আত্মহত্যা করেছেন নাকি এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

news24bd.tv/ নকিব