খুলনায় ৩৪ ইউনিয়নে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

করোনার কারণে স্থগিত হওয়া প্রথম ধাপে খুলনা জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৩৪টিতে আগামীকাল ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। সকাল ৮টা থেকে বিকের ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।  

দুটি ইউনিয়নে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। মোট কেন্দ্র ৩২৭টি। চেয়ারম্যান পদে প্রাথী ১৫৫ জন। মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ৭১৯ জন।

আরও পড়ুন:

নোটিশ দিয়ে ইভ্যালির অফিস বন্ধ রাখার ঘোষণা

ইভ্যালির বিরুদ্ধে এবার যশোরে লিখিত অভিযোগ

ইভ্যালী-পঞ্জি স্কীমস: কই এর তেলে তিমি ভাজা!

যদি পারি অবশ্যই আমি বাংলায় গান গাইবো : ইয়োহানি

খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জানালেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইতোমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। কোন রকম ভীতি আতঙ্ক না রেখে সুষ্ঠ’ভাবে ভোট সম্পন্ন হবে বলে তিনি জানান।  

উলে­খ্য, খুলনার ৬৮টি ইউনিয়নের মধ্যে যেসব ইউপিতে ভোট হবে সেগুলো হলো- কয়রা উপজেলার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেকাশী ও দক্ষিণ বেদকাশী। দাকোপের পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা। বটিয়াঘাটার গংগারামপুর,বালিয়াডাঙ্গা ও আমিরপুর। দিঘলিয়ার গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটা, আড়ংঘাটা, যোগীপুল। পাইকগাছার সোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, চাঁদখালী, দেলুটি, লতা ও কপিলমুনি।

NEWS24.TV / কামরুল