কারাগার থেকে পালানো শেষ ২ ফিলিস্তিনিকেও ধরলো ইসরাইল

ইসরাইলের হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো শেষ দুই ফিলিস্তিনিকে আটক করেছে দেশটি। রবিবার স্থানীয় সময় ভোরের আগে পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে আটক করা হয় বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আল জাজিরার।  

কারাগার থেকে দুই সপ্তাহ আগে ছয় ফিলিস্তিনি পালানোর পর তাদের ধরতে ইসরাইল ব্যাপক অভিযান শুরু করে। এসময় তাদের খুঁজে না পেয়ে বন্দিদের আত্মীয়দের তুলে নিয়ে যায় বর্বর ইসরাইলের সেনারা। এর আগে পলাতক বাকি ৪ জনকে উত্তর ইসরাইলের আরব শহর নাজারেথের কাছ থেকে ধরা হয়েছিল।

আর কারাগার পালানো ছয় ফিলিস্তিনিকে দেশটির জনগণ জাতীয় বীরের মর্যাদা দেয়। এমনকি তাদের সুড়ঙ্গ খুঁড়ে পালানোর বিষয়টিকে বীরত্বের চোখে দেখা হয়। তাদের পক্ষে সমর্থন জানাতে রাস্তায় নামে ফিলিস্তিনের মানুষ।

আরও পড়ুন:

তৃতীয় স্বামীর কাছ থেকে মুক্তি পেতে মামলা করলেন শ্রাবন্তী

কুড়িগ্রামে ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

অবশেষে ফুঁ দিয়ে আগুন ধরানো সেই সাধুবাবা গ্রেপ্তার

ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচয় আদ্রাই জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের ঘিরে ফেলা হয়। পরে বাধ্য হয়ে দুইজন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজন নায়েফ কামামজি অন্যজন মুনাদেল ইয়াকুব ইনফিয়াত।

news24bd.tv/ নকিব