নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ শহরের বাইপাস সড়কের কোমাইগাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত একজনের নাম আনোয়ার হোসেন (৩২)। তার বাড়ি নওগাঁ শহরের হাট-নওগাঁ এলাকায়। অপরজনের পরিচয় জানা যায়নি। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর দেড়টার দিকে।

নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, কোন এক ভারী যানবাহনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত একজনের নাম জানা সম্ভব হলেও অপরজনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।