বেকহামের ছেলের পেশাদার ফুটবলে অভিষেক

ইংলিশ ফুটবল তারকা ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি  ডেভিড বেকহ্যামের ছেলে রোমিও বেকহাম। রোমিও এবার বাবার দেখানো পথেই শুরু করেছেন পেশাদার ফুটবলে নিজের ক্যারিয়ার। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের(এমএলএস) দল ইন্টার মিয়ামির রিজার্ভ দল লাওডার্ডালে এফসির হয়ে মাঠে নামেন তিনি।  

দলটির মালিকদের একজন তারই বাবা সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহাম।  

আরও পড়ুন:

ধীর জীবন মানেই অলস জীবন নয়

একটি হটডগ আয়ু কমাতে পারে ৩৬ মিনিট পর্যন্ত!

ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?

তৃতীয় স্বামীর কাছে শুধু বিচ্ছেদই নয়, খরচও চাইলেন শ্রাবন্তী

চলতি মাসের শুরুতেই অবশ্য নিজের প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেছেন বেকহাম পুত্র। বাবার মতোই রাইট উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন রোমিও। পেশাদার ফুটবলে নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রোমিওর দলকে।  

ম্যাচের পর উচ্ছ্বসিত রোমিও নিজের ইন্সটাগ্রামে লিখেন, ‘পেশাদার ফুটবলে অভিষিক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমার সম্পূর্ণ মনোযোগ এখন পরবর্তী খেলায়

news24bd.tv/আলী