ক্ষমতায় থাকছেন ট্রুডো, তবে গঠন করতে হবে সংখ্যালঘু সরকার

তৃতীয়বারের মতো জয় পেয়ে কানাডায় সরকার গঠন করতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর দল।  

তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় 'সংখ্যালঘু' সরকার গঠন করতে হবে ট্রুডোকে। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এডমনটন জার্নাল এ খবর প্রকাশ করেছে।

কানাডার সিটিভি নিউজ এর আগে জানিয়েছিল, ট্রুডোর দল লিবারেল পার্টিই টানা তৃতীয়বারের মতো জিততে যাচ্ছে এবং তারা সংখ্যালঘু সরকার গঠন করবে।

আরও পড়ুন:

ধীর জীবন মানেই অলস জীবন নয়

ইভা রহমান এখন ইভা 'আরমান'

সরলতার সুযোগে রোনালদোর ৩ কোটি টাকা আত্মসাৎ

রণবীরকে দাম্পত্য বিষয়ক সমস্যার সমাধান দিলেন কারিনা!

তবে নির্বাচনের ফলাফল এখনো সম্পূর্ণভাবে গগণা করা হয়নি জানিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, এই নির্বাচনে প্রায় ১০ লাখ জনগণ ই-মেইলে ভোট দিয়েছে। তাদের ভোট আগামী বৃহস্পতিবার পর্যন্ত গগণা করা হবে।

news24bd.tv/ নকিব