দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি

দেশের খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বেশকিছু স্থানসহ বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কোথাও কোথাও বজ্র ও ঝড়ো বাতাসসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে।

তবে গত কয়েকদিনের তুলনায় দেশের সার্বিক বৃষ্টিপাত কিছুটা কমের দিকে থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূবাভাসে।

আরও পড়ুন:

শিরোপা জয়ের আনন্দ উদযাপন বসুন্ধরা কিংসের

নারী ক্ষমতায়নে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্রান্সের পাশে ইউরোপীয় ইউনিয়ন

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ৩

পূবাভাসে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা স্থলভাগের নিকট একটি স্থল ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ন বাতাস পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূল দিয়ে দেশে প্রবেশ করছে। ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে আরো পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দূর্বল হয়ে যেতে পারে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

news24bd.tv রিমু