চিনি’তে সরকারের নীতি মানছে না কেও, বাড়ছেই দাম

চিনির বাজারের নৈরাজ্য থামছেই না। সরকারের বেধে দেওয়া দামের চেয়েও বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি।   সবশেষ এক মাসের ব্যবধানে চিনির দাম বৃদ্ধি পেয়েছে ১২ থেকে ১৫ টাকা। এমন অবস্থায় অসাধু অনেক ব্যবসায়ীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানার ভয়ে খোলা চিনি বিক্রি বন্ধ রেখেছেন।  

এই খাত সংশ্লিষ্টরা চিনির বাজারের নৈরাজ্যর জন্য দায়ী করছেন গুটি কয়েক  চিনি আমদানিকারককে। যাদের জন্য চিনির বাজার নিয়ন্ত্রণ করার সরকারের উদ্যোগ কাজে আসছে না।

আন্তর্জাতিক বাজারে দাম উর্ধ্বমুখী এমন অজুহাতে গেল এক মাসের বেশি সময় ধরে বাড়ছে চিনির দাম। এই সময়ে ১৫ টাকা বেড়েছে খোলা চিনিতে। বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ১২ টাকা বেড়েছে ইগলোর ব্র্যান্ডে, ১৪ টাকা ফ্রেস ব্র্যান্ডের এবং ১৫ টাকা বেড়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে দেশিয় চিনি।

আরও পড়ুন:

অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, জানালেন কৃষিমন্ত্রী

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের

 

বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো চিনির দাম বেধে দেয় সরকার। ১০ সেপ্টেম্বর থেকে খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকায় বিক্রির কথা থাকলেও তা কানে তুলছেন না ব্যবসায়ীরা।

এদিকে, চিনির দাম নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। করছে জরিমানা।

news24bd.tv/আলী