নেত্রকোনায় ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত দুই মাদক ব্যবসায়ী নিহত

নেত্রকোনার সদর উপজেলার মদনপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। বৃহস্পতিবার রাত একটার দিকে মদনপুর ইউনিয়নের মনাং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দুই মাদক বিক্রেতা ঘটনাস্থলেই নিহত হন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

পরে ঘটনাস্থল থেকে ৭০৫ গ্রাম হেরোইন, ৩ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি পাইপগান উদ্ধার করা হয়।  নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জলিল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির ও ওয়াহিদ আহত হয়েছেন বলেও জানান তিনি।