এএসআই পিয়ারুলের মৃত্যুর পর এখন পর্যন্ত গ্রেফতার ৫

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই পিয়ারুল ইসলামের মৃত্যুর পর রংপুর মহানগরীতে মাদকবিরোধী কম্বিং অপারেশন শুরু হয়েছে। এখন পর্যন্ত  মৃত্যুর পর জনকে গ্রেফতার করা হয়েছে বলে তথ্য সূত্রে জানা যায়।   

আরও পড়ুন

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে আজ

ইরানের ভিয়েনা সংলাপ পুনরায় চালুর আহ্বান: ইইউ

কুমিরের পেট থেকে নিখোঁজ ব্যক্তির দেহাবশেষ উদ্ধার!

চলতি বছর পাঠ্যবইয়ে খোদ জাতীয় সংগীতকেই ভুলভাবে ছাপানো হয়েছে

গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে রংপুরের হারাগাছে ডিউটিকালিন সময়ে সাহেবগঞ্জ এলাকায় গাজাসহ পারভেজ হাসান পলাশ নামে এক মাদক কারবারিকে আটক করেন এএসআই পিয়ারুল ইসলাম।  

এসময় পলাশ তাকে ছুরিকাঘাত করলে গুরুতর অসুস্থ্য অবস্থায় পিয়ারুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচার শেষে আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় তত্ত্বাবধানে থাকা অবস্থায় শনিবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।  

এদিকে কুড়িগ্রামে এএসআই পিয়ারুল ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম। স্থানীয় সূত্রে জানা যায়, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

news24bd.tv রিমু