আজ এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হতে পারে

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে চলতি বছরের দাখিল পরীক্ষা। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার এই পরীক্ষার সময়সূচি ঘোষণা করে।

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত হতে পারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান কারিগরি পরীক্ষার সময়সূচি (রুটিন)।

জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় অনুমোদন দিলে আজ রবিবার পরীক্ষার সময়সূচি প্রকাশ হতে পারে।

আরও পড়ুন

শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিক লীগ নেতা নিহত

কানাডার মূল ধারার রাজনীতি: বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশ গ্রহণ

নিহত সেই এএসআই’র গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে গেলেন প্রধানমন্ত্রী

প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হতো। তবে এবার করোনার কারণে পরীক্ষাগুলো পিছিয়ে গেছে। শিক্ষামন্ত্রী গতকাল বলেন, ‘এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আশা করছি সময়মতো হবে। নভেম্বর এবং ডিসেম্বরে আমরা তারিখ ঠিক করছি। মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি পরীক্ষা হবে। ’

news24bd.tv এসএম