কাল কি ছিলাম আজ নিয়তির পরিণতিতে কোথায়?

গতকাল দীর্ঘ ২৮ দিন জাসলুক হাসপাতালে কাটিয়ে রিলিজ নিয়ে রেডিসন ব্লুতে এসে উঠি। সেখানে আমার বোনম্যারো ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

কুড়িদিনের বেশী আইসোলেশনে ছিলাম। রিলিজ যেনো বুক ভরে শ্বাস নিতে দিলো। আমাকে দু'সপ্তাহ সতর্ক থাকতে বলেছেন চিকিৎসকরা। কাজ করলে চারমাস কোন জনবহুল এলাকায় যেতে মানা।

নতুন বোনম্যারো চমৎকার কাজ করছে। আল্লাহর কাছে শোকরিয়া। হাসপাতালের বাথরুমের গ্লাসে নিজেকে তেমন দেখিনি। ছবি তুলে শেয়ার করেছি তাও তেমন খেয়ালে নেই।

কাল হোটেল রুমে এসেই যখন বাথারুমের আয়নায় তাকালাম চমকে ওঠি! নিজেকে নিজে চিন্তে পারছিনা। আসলে ছোট্ট জীবন কত তার বাঁক, কত তা হোঁচট খাওয়া। কাল কি ছিলাম আজ নিয়তির পরিণতিতে কোথায়? এসব আমরা হিসেব করি না।

একমাত্র সর্বশক্তিমান আল্লাহ জানেন কখন কার কি পরিণতি, কখন কার অহংকার নাম যশ খ্যতির পরিণতি। আমি পুনর্জন্মের জন্য আল্লাহর কাছে শোকরিয়া, অজস্র স্বজন যারা দোয়া করেছেন কৃতজ্ঞতা। আমার মনোজগতে জীবনের এ প্রলয় কতটা প্রভাব ফেলেছে সে আমার অন্তরাত্না জানে।

news24bd.tv এসএম

আরও পড়ুন

বিএফইউজের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

গোপনে যুবকের ৬ বিয়ে, শ্বশুর বাড়ি যাওয়ার পথে জামাই নিয়ে টানাটানি

কানাডায় বাংলা চলচ্চিত্র নিয়ে আগ্রহ আছে, প্রয়োজন মানসম্মত ছবি

সংশপ্তকের জন্য জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি