অপহরণ ও ধর্ষণের শাস্তি ৬০ বছরের কারাদণ্ড

অপহরণ ও ধর্ষণের মামলায় যুবককে ৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এই রায় দেন।

অভিযুক্তের নাম দণ্ডিত মোমিন আকন্দ (২৬)।

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার মামুন আকন্দের ছেলে তিনি।

এ ব্যাপারে কথা হলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী জানিয়েছেন, রায়ে মোমিন আকন্দকে অপহরণের দায়ে ৩০ বছরের কারাদণ্ড এবং ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে তাকে আরও ৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

আরও পড়ুন: 

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে সময় বাঁচবে ৩ ঘণ্টা

দেশের ইতিহাসে সবচেয়ে দুঃসময় যাচ্ছে: ফখরুল

প্রকাশ হলো এসএসসি ও এইচএসসির পরীক্ষার রুটিন

নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলেন বাইকার

আর ধর্ষণের দায়ে তাকে আরও ৩০ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৫ বছর কারাভোগ করতে হবে আসামিকে।

মামলা সূত্রে জানা গেছে, মোমিন আকন্দ নবম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর স্কুলের গেইটের সামনে থেকে মেয়েটিকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মোমিনসহ তার কয়েকজন সহযোগী। পরে তারা একাধিক স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।

ঘটনার দুই দিন পর ৫ সেপ্টেম্বর ওই ছাত্রীর বাবা জয়পুরহাট সদর থানায় মামলা করেন। তিন মাস পর ওই ছাত্রীকে পুলিশ উদ্ধার করে।

news24bd.tv তৌহিদ

আরও পড়ুন: 

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে সময় বাঁচবে ৩ ঘণ্টা

দেশের ইতিহাসে সবচেয়ে দুঃসময় যাচ্ছে: ফখরুল

প্রকাশ হলো এসএসসি ও এইচএসসির পরীক্ষার রুটিন

নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলেন বাইকার