পানিতে ডুবন্ত অবস্থায় তরুণী!

এক তরুণীর মুখের ভাস্কর তৈরি করে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে স্পেনে। কারণ তরুণীর মূর্তিটি পানিতে প্রায় ডুবন্ত অবস্থায় বসানো হয়েছে। মেক্সিকান ভাস্কর রুবেন ওরোজকো বোঝাতে চেয়েছেন, মানুষের কাজ তাকে ডুবিয়ে দিতে পারে, আবার ভাসিয়েও রাখতে পারে। খবর রয়টার্সের।  

দূর থেকে দেখলে মনে হবে, নদীর পানিতে এক তরুণী ডুবে যাচ্ছে। স্পেনের বিলবাও শহরের নারভিন নদীতে এমন একটি জীবন্ত মূর্তি দর্শনার্থীদের মাঝে ব্যাপক কৌতুহলের জন্ম দিয়েছে।     এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটি ডুবে যাচ্ছে। কিন্তু ওর চেহারায় ভয় নেই। তাই মনে হবে যেন, প্রবল দুঃখবোধ থেকে সে নিজেই ডুবে যেতে চাইছে।  

অন্য আরেক প্রত্যক্ষদর্শী বলেন, মূর্তিটি দেখে এক মানুষ এক রকম চিন্তা করে নেবে। প্রত্যেকের নিজস্ব চিন্তা হবে আলাদা।  

মেক্সিকান হাইপারিয়ালিস্ট আর্টিস্ট রুবেন ওরজোকোর তৈরি এই ভাস্কর্যটির নাম রেখেছেন বিহার। বাসকিউ ভাষায় যার অর্থ ভবিষ্যত। ওরজোকো জানান, মানুষের কাজের ওপরই নির্ভর করে সে ভাসবে, না ডুবে যাবে।  

আরও পড়ুন

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে এবার রাজধানীর সব সড়কে সিসি ক্যামেরা

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে মালদ্বীপে পৌঁছেছে বাংলাদেশ দল

নিজের বিয়ে বন্ধ করতে থানায় স্কুল ছাত্রী!

জয় বাংলায় একসঙ্গে মিতু-বাপ্পি!

১২০ কিলোগ্রাম ওজনের ফাইবারগ্লাসে নির্মিত এই ভাস্কযটি গত বৃহস্পতিবার গভীর রাতে নারভিন নদীতে ভাসানো হয়। নদীর পানির বাড়া ও কমার ওপরই নির্ভর করে মুখটি ডুবে যাওয়া ও ভেসে থাকা।  

news24bd.tv রিমু