নৌপথে চাঁদাবাজীর সময় আটক ১০ চাঁদাবাজ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালিপাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় ১০ চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব।  বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

র‍্যাবের সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে দুটি নৌকায় চড়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজরা বালি পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজী করে আসছে এবং যারা চাঁদা দিতে রাজি হতনা তাদের উপর শুরু হত নির্যাতন ফলে আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে  তাদের আটক করে র‍্যাব।

আটককৃতরা হলো - জামালগঞ্জ উপজেলার বাসিন্দা  এমদাদুল হক আফিন্দি (৫৮),কাউছার আহমদ (৩৫),জয়নুল হক (৪০),বাদশা মিয়া (৩২), আবুল হোসেন ৫২,নেছার আহমদ (৩০),মাহি আফিন্দি (২০) আব্দুনুর (৬২), মানিক মিয়া ৬৩।

আরও পড়ুন

নাসির-তামিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

যে শাস্তি হতে পারে নাসির-তামিমার!

মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ

তামিমা এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী

এসময় চাঁদাবাজদের কাছ থেকে ৮ টি লোহার রড, ১ টি ছুরি,৯ টি মোবাইল, নগদ ২ হাজার ২৩০ টাকা উদ্ধার করেছে র‍্যাব। সুনামগঞ্জ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল সিঞ্চন আহমেদ বলেন, এ চক্রটি দীর্ঘদিন যাবত নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজী করছিল। আজ ভোরে চাঁদাবাজীর সময় তাদেরকে আটক করে র‍্যাব। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

news24bd.tv এসএম