অবশেষে আড়িয়ালখাঁ নদীর মীরগঞ্জ পয়েন্টে সেতু নির্মাণের উদ্যোগ

বরিশালের আড়িয়ালখাঁ নদীর মীরগঞ্জ পয়েন্টে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।   এরই মধ্যে সমীক্ষা হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, এ সেতু হলে নদী বেষ্টিত ৩ উপজেলার সাথে বরিশালের সড়ক যোগাযোগ সহজ হবে।   এতে ভোগান্তি  কমবে ২০ লাখ মানুষের।  

স্বাধীনতার ৫০ বছর পরও মেহেন্দিগঞ্জ, হিজলা এবং মুলাদী উপজেলার সাথে জেলা কিংবা বিভাগীয় সদরের সরাসরি সড়ক যোগাযোগ গড়ে ওঠেনি।   একটি সেতু না থাকায়  প্রতিনিয়ত নদী পথে চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আড়িয়ালখাঁ নদীর মীরগঞ্জ পয়েন্টে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সেতুর প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে মীরগঞ্জসহ হিজলা ও মুলাদী এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, আড়িয়ালখাঁ নদীর উপর সেতু নির্মাণের লক্ষ্যে সমীক্ষা হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

আরও পড়ুন:

বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে: ওবায়দুল কাদের

নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: মির্জা ফখরুল

রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার

প্রবাসীদের জন্য নতুন যে নির্দেশনা দিয়েছে সৌদি সরকার

হিজলা-মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার মানুষকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিতে এই সেতু নির্মাণের উদ্যোগ সময় উপযোগী বলে মনে করেন  এই সংসদ সদস্য। সেতু নির্মাণের খবরে খুশি স্থানীয়রা। মীরগঞ্জে আড়িয়ালখাঁ সেতুর দৈর্ঘ্য হবে দেড় কিলোমিটারেরও বেশী।

news24bd.tv নাজিম