শুধুমাত্র দুই ডোজ টিকা নেওয়া লোকদেরই দ্বিগুণ টিকা দেওয়া হবে: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়

সৌদি আরবের সরকার অনুমোদিত তাওয়াক্কালনা অ্যাপের আপডেটের পর ১০ অক্টোবর থেকে কেবলমাত্র যারা কোভিড -১৯ ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছে তাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে।

আরব নিউজ জানায়, কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্তের পর সর্বশেষ খবর হলো ১০ অক্টোবর সকাল ৬টা থেকে সৌদি আরবে যে কোন অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, বিনোদন, খেলাধুলা বা পর্যটন ক্রিয়াকলাপে অংশগ্রহণের জন্য দ্বিগুণ টিকাদান প্রয়োজন এমন।

আরও পড়ুন

ভারতে কৃষকদের বিক্ষোভে নিহত ৯

প্যানডোরা বাকসো থেকে বেরিয়ে আসছে পুতিনের বান্ধবীর গল্প

প্রবল গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় শাহিন

জাপানে নির্বাচিত হলেন শততম প্রধানমন্ত্রী

 কোভিড -১৯ সংক্রমণ ট্র্যাক করতে সাহায্য করার জন্য গত বছর তাওয়াক্কালনা চালু করা হয়েছিল। এটি কোভিড -১৯ পাসপোর্ট করার সময় টিকা সংক্রান্ত তথ্য এবং সংক্রমণের অবস্থা অন্তর্ভুক্ত করার জন্য আপডেট করা হয়েছে।