পুলিশ ভেবে নদীতে ঝাঁপ, প্রাণ গেলো যুবকের

গভীর রাতে দুই বন্ধু নদীর পাশে বসে গাঁজা সেবন করছিলো। এমন সময় কেউ একজন সেখানে টর্চ লাইট মারলে তারা পুলিশ ভেবে দুইজনেই নদীতে ঝাঁপ দেয়। এতে একজন তীরে উঠতে পারলেও অন্যজন তলিয়ে যায়। পরে সকালে ফায়ার সার্ভিসের একটি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম মো. রুবেল (২০)। তার সঙ্গে থাকা বন্ধুর নাম রাব্বি। রুবেল চাঁদপুর পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ওই এলাকার মা ডকইয়ার্ডের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, শহরের পুরান বাজারে গভীর রাতে রুবেল ও তার বন্ধু রাব্বি গাঁজা সেবনের সময় কাউকে আসতে দেখে পুলিশ ভেবে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেয়। ওই সময় রাব্বি পাড়ে উঠতে পারলেও রুবেল নিখোঁজ হয়। সকালে ফায়ার সার্ভিসের একটি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দিনগত রাতে ৫-নং ঘাটে  দুইজন বসে মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে টস লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে যায়।

তিনি বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

news24bd.tv নাজিম