রসে ভরা আখের বাম্পার ফলন

রসে ভরা আখের বাম্পার ফলনে চট্টগ্রামের আখ চাষিদের মুখে খুশির ঝিলিক। ফলন ভাল, দাম পাচ্ছে বেশি তাই খুশি চাষিরা। দেশীয় আখ দিয়ে উৎপাদন হচ্ছে গুড়, চিনিসহ আরো কিছু খাদ্য পণ্য। কৃষি কর্মকর্তারা বলছেন,নতুন নতুন জাতের আখ চাষের চেষ্টা চলছে ।  

ইক্ষু থেকে আখ। দেখতে বাঁশের মত,পুরো শরীর টসটসে রসে ভরা। চট্টগ্রামের মাটিতেই নানান রঙের আখ যেন নজর কাড়ছে সবার। শুধু চট্টগ্রামে সাড়ে তিনশ হেক্টর জমিতেই আবাদ হয়েছে আখের। ভাল ফলন আর দামও বেশি পাওয়ায় খুশি চাষিরা। তবে সরকারের পৃষ্টপোষকতা পেলে আখ চাষে আগ্রহ আরো বাড়বে বললেন চাষিরা।

এদিকে চট্টগ্রামে আখ চাষের বাম্পার অলন হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে বেপারিরা।

আখের ভাল ফলনে খুশি কৃষি কর্মকর্তারা। ফলন আরো বাড়াতে নতুন নতুন জাতের আখের গবেষণা করছে কৃষি বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:

দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ

বাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

এবার ফেসবুকের বিরুদ্ধে যে অভিযোগ উঠল

সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ

আখের রস বিভিন্ন জনবহুল এলাকায় মেশিনের সাহায্যে চাপিয়ে রস প্রতি গ্লাস ১৫ থেকে বিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে আখ দিয়ে তৈরি হচ্ছে গুড়, চিনিসহ নানান রকমের খাদ্য পণ্য।

news24bd.tv নাজিম