আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন জামিন পেয়েছেন।

ঢাকার তৃতীয় শ্রম আদালত মঙ্গলবার (১২ অক্টোবর) ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন মঞ্জুর করেন।

মামলার অপর তিন আসামি হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।

আরও পড়ুন:

স্ত্রী ও ছেলেসহ ডিবি কার্যালয়ে মুসা বিন শমসের 

ভারতে পর্যটক ভিসার আবেদন শুরু

মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী নাজিরা মৌ

মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে ২০০ এর বেশি নারীর নিয়োগ

ড. ইউনূসের আইনজীবী আবদুর রেজ্জাক খান বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের করা মামলায় ড. ইউনূসসহ চারজন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি নিয়ে তাদের জামিন মঞ্জুর করেন।

news24bd.tv নাজিম