এই মৃত্যু উপত্যকা আমার দেশ না : জয়া আহসান

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি মন্দিরে পর্যন্ত হামলা চালানো হচ্ছে। সর্বশেষ রোববার (১৭ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে হিন্দুদের অন্তত ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

এসব ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের আওয়াজ উঠেছে। বিশেষ করে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষেরা প্রতিবাদ জানাচ্ছেন।    একে এক সবাই প্রতিবাদের মিছিলে সামিল হচ্ছেন।   এবার সেই প্রতিবাদে সামিল হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি বলেছেন এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। জয়া আহসান তার ব্যক্তিগত আইডির  এক পোস্টে এ কথা বলেন।  

রংপুরের সেই অগ্নিসংযোগের ছবি পোস্ট করে  জয়া লিখেছেন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না। এই বিস্তীর্ণ শ্মসান আমার দেশ না। এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। ’ রংপুর।

আরও পড়ুন:

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি

news24bd.tv/আলী