আইসিসিকে দেওয়া সাক্ষাতকারে যা বললেন রিয়াদ (ভিডিও)

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচের আগে রিয়াদের সাক্ষাতকারের একটি ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সাক্ষাৎকারে রিয়াদ বলেন, ‘আমি যখন খারাপ করি, আমার বড় ছেলে খুব হতাশ হয়ে যায়। কিছু কিছু সময় কান্না করে। আমার খারাপ লাগে। সেখান থেকে আমি মোটিভেশন পাই। আমার ভালো কিছু করতে হবে তাকে উৎসাহ দিতে। আর চেষ্টা করি ভালো খেলার। ’

আরও পড়ুন:

পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছরের জেল: মন্ত্রিপরিষদ সচিব

গাজীপুর সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

‘সংখ্যালঘু’ শব্দটি থাকা উচিত না

পায়রা সেতুর উদ্বোধন ২৪ অক্টোবর

দলে তার নেতৃত্ব নিয়ে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় একজন নেতা হিসেবে আপনার সবসময় ছোট ছোট বিষয়গুলো জানতে হবে। সতীর্থদের কাছে সেটার প্রশংসা করতে হবে। যেন তারা আপনাকে বিশ্বাস করে। আপনি সেটা অনুভব করতে পারবেন দলের মধ্যে। ’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

news24bd.tv নাজিম