ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনভাবে সবাই ধর্ম পালন করবেন, কেউ বাড়াবাড়ি করবেন না।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সব মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানে সেই নির্দশনা দেওয়া আছে। আমাদের ইসলাম ধর্মও সেই কথাই বলে। নবী কারীমও (সা.) বলেছেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ’ ‘আমরাও চাই, কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে। সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। ’

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কেবল বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হাজার হাজার সেনা সদস্যকেও নির্যাতন ও হত্যা করেছে। ৭৫ এর পর বাংলাদেশে ১৯ বার ক্যু হয়েছে। বিএনপির অনেকেই দাবি করে জিয়াউর রহমানের হাতে সেনাবাহিনী খুবই নিরাপদ ছিল।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি

শেখ হাসিনা বলেন, এত রক্তক্ষয় হলো এত কিছু ঘটে গেলো বাংলাদেশে। আর যেন এসব না হয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার মতো করে বসবাস করবে।

news24bd.tv/তৌহিদ