সিরিয়ায় বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে রাস্তার পাশে পুঁতে রাখা জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার  দেশটির রাজধানী দামেস্কে এ হামলা হয়েছে। সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। এমন তথ্য জানিয়েছে আল জাজিরা।

আরও পড়ুন

ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা : রায় আগামীকাল

স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, নেটিজেনদের আচরণে লজ্জিত সিয়াম

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

মারাত্মক ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ

বলা হয়েছে, বাসটি দামেস্কের একটি সেতুর ওপর যেতেই দুটি বোমা বিস্ফোরিত হয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ২০১৭ সালের মার্চের পর থেকে দামেস্কে এটিই আইএসের সবচেয়ে প্রাণঘাতী হামলা। ওই হামলায় অন্তত ৩০ জন নিহত হন।

news24bd.tv/এমি-জান্নাত