চর্মরোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা

দীর্ঘদিন ধরে বিভিন্ন চর্মরোগে ভুগছিলেন মফিজা বেগম। গত কয়েকদিন ধরে তার রোগের মাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। বুধবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়েন মফিজা বেগম। এ সময় স্বামী নুর আলম কৃষি কাজের জন্য বাড়ির বাহিরে ছিলেন। এ সুযোগে ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।  

আজ বুধবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের ছোট দিগটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজা বেগম গ্রামের নুর আলম মিয়ার স্ত্রী।

আরও পড়ুন

বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, চর্মরোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  

news24bd.tv/আলী