চীনকে চোখ রাঙাচ্ছে ভারত

চীনের সঙ্গে সীমান্ত নিয়ে দ্বন্দ্বের মাঝেই অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য পেল ভারত। বুধবার পাঁচ হাজার কি.মি. পাল্লার সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।

যা ৫ হাজার কিলোমিটার দূরবর্তী কোনো লক্ষবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

আরও পড়ুন:

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ওসি-এসআইকে বরখাস্তের নির্দেশ

প্রেমিকাকে গলা কেটে ‌‘হত্যাকারী’ মনিরও মারা গেল

মাওলানা আজহারীর লন্ডন সফরের পক্ষে বিপক্ষে নানা তৎপরতা

প্রবাসীদের জন্য যে সুখবর দিল মালয়েশিয়া

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের উড়িষ্যা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হয় আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক মিসাইলটি। তিনপর্যায়ের একটি কঠিন জ্বালানি ব্যাবহার করে এই ক্ষেপণাস্ত্র। যা আঘাত হানতে সক্ষম চীনের মূল ভূখণ্ডের লক্ষবস্তুতেও।

চীন ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ ও আফ্রিকার কিছু অংশেও পৌঁছাতে সক্ষম অগ্নি-৫। এই সফল পরীক্ষাকে বেইজিংয়ের বিরুদ্ধে নয়াদিল্লির একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

news24bd.tv/তৌহিদ