পূজামণ্ডপে কোরআন; ইকবাল অবারও রিমান্ডে

কুমিল্লায় অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনকে আরও পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আজ শুক্রবার বিকাল পৌনে ৩টায় তাদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে হাজির করা হয়। এ সময় সাতদিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচদিনের মঞ্জুর করেন।

আরও পড়ুন:

এক মাসের মধ্যে সরকার পতন করা সম্ভব : জাফরুল্লাহ

পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি, আটক ৬

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

বেলা অনুমানিক ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক।

অন্য আসামিরা হলেন প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

news24bd.tv/এমি-জান্নাত