ক্লাবের চেয়ে জাতীয় দলকে বেশি সময় দেয়ার অভিযোগ মেসির বিরুদ্ধে!

চলতি মৌসুমেই নিজের শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবে নতুন ক্লাবে খেলার চ্যালেঞ্জটা এখনো হয়তো খুব ভালোভাবে বুঝে উঠতে পারেননি মেসি।  

পিএসজির হয়ে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিন গোল পেয়েছেন মেসি। তবে এখনো গোলের দেখা পাননি লিগ ওয়ানে।

লিলের বিপক্ষে তো পেশির চোটে প্রথমার্ধের পরই মাঠ ছাড়তে হলো তাকে। এরপর মেসির বিরুদ্ধে বিরাট এক অভিযোগই এনেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।

তিনি বলেছেন, 'এটা আসলে ব্যাখ্যা করার জন্য কঠিন ব্যাপার। গত দুই মাসে সে ক্লাবের চেয়ে জাতীয় দলের হয়ে বেশি সময় কাটিয়েছে। শেষ যে ফিফা উইন্ডোটা ছিল সেখানে তিন ম্যাচেই খেলেছে। ভ্রমণ-ফিরে আসা আবার ভ্রমণ-ফিরে আসা আর এখন তার পেশিতে সমস্যা। '

নেইমারের বিরুদ্ধেও একই অভিযোগ লিওনার্দোর। তবে লিলের বিপক্ষে তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। বলেছেন, 'একই ব্যাপার ঘটছে নেইমারের ক্ষেত্রেও (ভ্রমণের দিক থেকে)। কিন্তু আজ সে সবকিছু দিয়েছে ডি মারিয়ার মতো। জয়ের জন্য তারা সব চেষ্টা করেছে। '

আরও পড়ুন:

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের সম্ভাব্য একাদশ

news24bd.tv/ নকিব