ফেসবুকে নিষিদ্ধ হলেন তসলিমা নাসরিন

বাংলাদেশে ঘটনা নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক লেখালেখি করার ‘অপরাধে’ তসলিমা নাসরিনকে নিষিদ্ধ ঘোষণা করল ফেসবুক। তাকে সাতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে নিজেই টুইটারে জানিয়েছেন এই লেখিকা।

প্রথমে টুইটারে একটি টুইটে তসলিমা লেখেন, ‘সত্যি বলার অপরাধে ফেসবুক আমাকে আবার সাত দিনের জন্য নিষিদ্ধ করা হল। ’ পরে আরও একটি টুইটে তিনি তার মতো করেই এর কারণ ব্যাখ্যা করেছেন। এর সপ্তাহ তিনেক আগেও তসলিমার অ্যাকাউন্ট সাত দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল ফেসবুক।

ভারতীয় পত্রিকা আনন্দবাজার অনলাইনকে তসলিমা বলেন, ‘‘ফেসবুকও কেন জেহাদিদের কথা শুনে আমার মতো এক জন মানবাধিকারকর্মীর অ্যাকাউন্ট বার বার নিষিদ্ধ করছে? আমি ফেসবুকে কিছু লিখলে জেহাদিরা রিপোর্ট করে আর ওদের কথা শুনে ফেসবুক আমায় বার বার নিষিদ্ধ করে। ’’

তসলিমা আরও বলেন, ‘‘আজ জেহাদিদের জন্যই ২৭ বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছি আমি। আমার মতো মানুষদের কিছু বলার থাকলে ফেসবুকেই সেই মতপ্রকাশ করি আমরা। যদি এই জায়গাটাও নষ্ট হয়ে যায়, তা হলে আর কিছুই বলার নেই। ’’

আরও পড়ুন:

শোক কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন সুশান্তের সাবেক প্রেমিকা!

news24bd.tv/ নকিব