যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যুবলীগ নেতা নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত জুয়েল ও মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার ভিডিওটি ভাইরাল হয়েছে।

আটকদের মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কমলগঞ্জ থানার পুলিশ সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজনগর উপজেলা থেকে মামলার এজাহারভুক্ত আসামি জুয়েল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে। এর আগে একই দিন সকালে মৌলভীবাজার সদর থেকে হত্যাকাণ্ডে আসা ভাড়া করা মাইক্রোবাস জব্দ করে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য চালক আমির হোসেন হীরাকে ( ৪০) আটক করে পুলিশ। পরে রাতে এ মামলায় মাইক্রো চালক আমিরকেও আসামি করা হয়।

আরও পড়ুন:

শেখ হাসিনার সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ

বাসের ‌‘প্রতিযোগিতায়’ নিভে গেল ৩ প্রাণ

পুলিশি নির্যাতনে হত্যার অভিযোগে ভাঙচুর: আসামি কয়েক শ

বিএনপি আসুক না আসুক নির্বাচন থেমে থাকবে না: কাদের

 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা এই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ মঙ্গলবার (২ নভেম্বর) সকালে চৈত্রঘাট এলাকা থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

news24bd.tv তৌহিদ