ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ চলাকালে মাঠের পাশে গোলাগুলি (ভিডিও)

আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে চলছিলো অনূর্ধ্ব-২০'র ম্যাচ। খেলা চলাকালে মাঠের পাশেই পুলিশ এবং একটি দুষ্কৃতি দলের গোলাগুলি শুরু হয়। এতে ভয়ে দুই দলের সমর্থক থেকে ফুটবলার সকলেই প্রাণভয়ে পালাতে শুরু করেন। ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত রবিবার ব্রাজিলের রিড ডি জেনিরোওতে এ ঘটনা ঘটে।  

স্টেডিয়ামে খেলার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ক্যারাপেবাস গোলরক্ষক খেলা চলাকালীন একটি চোটের জন্য চিকিৎসা নিচ্ছেন, তার আগে জোরে গুলির শব্দ শোনা যাচ্ছিল। আর ফুটবলাররা ভয়ে পালাচ্ছিলেন।

আরও পড়ুন

বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’

ওই গোলাগুলিতে ম্যাচ শুধু ভেস্তেই যায়নি, সেদিন প্রাণভয়ে মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন দুই দলের ফুটবলাররা।   

জানা গেছে, শনিবারের পর সমস্যার সমাধান আসতে পারে। তার আগে তারা গাড়ি চালানো বন্ধ রাখবেন।  

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

news24bd.tv/আলী