তৃতীয় শক্তিটির দুই-চারটি লাশ দরকার : শামীম ওসমান

আগামী ইউপি নিবার্চনকে কেন্দ্র করে তার নিজ নির্বাচনী এলাকা অর্থাৎ সদর উপজেলায় একটি গোষ্ঠী লাশের রাজনীতি করার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।  

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাযার্লয়ের সামনে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, তৃতীয় ঐ শক্তিটির দুই-চারটি লাশ দরকার। যাতে ন্যাশনাল ইস্যু তৈরি করা যায়। তার দাবি, হতে পারে ঐ গোষ্ঠীটি স্বাধীনতা-বিরোধী শক্তি, হতে পারে খন্দকার মোশতাকের গোষ্ঠী বা কোনো উগ্র মৌলবাদী গোষ্ঠী।

আরও পড়ুন: 

তেলের দাম বৃদ্ধি, চট্টগ্রামে গণপরিবহন বন্ধ

৭৩-এ শেষ বাংলাদেশ

এবারের পাকিস্তানকে দেখে শোয়েবের ‌‘ভয়’

শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা যেহেতু আমার নিবার্চনী এলাকা। তাই তৃতীয় শক্তিটি এই এলাকাকে বেছে নিতে পারে। এ জন্য তিনি নারায়ণগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসনসহ গোয়ন্দা সংস্থার লোকজনতে আরো সজাগ দৃষ্টি রাখার তাগিদ দেন।

news24bd.tv/আলী