ইউপি নির্বাচন: কুমিল্লায় টেঁটা নিয়ে সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপে কুমিল্লার মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নৌকা প্রতীকের প্রার্থী আবদুল লতিফ ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকরা  টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়।

ভোটগ্রহণ শুরুর পরপরই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে গেছে। চিকিৎসার জন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।  

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, সকাল সাড়ে ৮টার ওই ঘটনায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো। খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

কাকে বিয়ে করছেন মিম, কে সেই সনি পোদ্দার?

news24bd.tv এসএম