চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ ২, বিদ্রোহী ১ ও বিএনপির ৫ চেয়ারম্যান

২য় ধাপে আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের ২, আ.লীগ বিদ্রোহী ১ ও বিএনপির ৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন- গোমস্তাপুর ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন মন্ডল (নৌকা), আলীনগর ইউনিয়নে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম মাসুম (আনারস), রহনপুর ইউনিয়নে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান সোহরাব (আনারস), বাংগাবাড়ী ইউনিয়নে বিএনপি’র শহিদুল ইসলাম (আনারস), বোয়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামিউল আলম শ্যামল (নৌকা), রাধানগর ইউনিয়নে বিএনপি’র মতিউর রহমান মতি (আনারস), চৌডালা ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী গোলাম কিবরিয়া হাবিব (আনারস) এবং পার্বতীপুর ইউনিয়নে বিএনপি’র মোয়াজ্জেম হোসেন (আনারস)। গোমস্তাপুর উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সিরাজুল ইসলাম রাত পৌনে ১টা পর্যন্ত ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন:

যুবলীগের দু'পক্ষের সংঘর্ষ

টসে হারল পাকিস্তান

যে খাবার খেলে ঘুম ভালো হয়

পাক ক্রিকেটারদের সঙ্গে থেকে কোরআন পড়ছেন হেইডেন

news24bd.tv/ তৌহিদ